রাঙামাটির ঐতিহ্যবাহী ভেদভেদিস্থ লোকনাথ মন্দিরের কমিটি গঠন নিয়ে সনাতনধর্মাবলম্ভীদের ধর্মীয় উপাসনালয়ের দীর্ঘ দিনের বির্তকিত কমিটি ও মন্দিরে আয়-ব্যয় নিয়ে সনাতনী হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ভোগান্তি এবং মারমূখী উত্তেজনা দেখা দেয়।
পরে উত্তেজিত ব্যক্তিবর্গকে শান্তনা দিয়ে বিষয়টি নিরসনের জন্য স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সমাজপতি ও গন্যমান্য ব্যক্তিবর্গ সিদ্ধান্ত নেয় যে, কমিটি বিলুপ্ত ঘোষণা করিয়া সাত সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত শনিবার বিকালে মন্দির সভাপতি কুশল চৌধুরীর আহবানকৃত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি ভাবে মন্দিরের বিগত দিনের সম্পূর্ণ আয় ব্যয় হিসাব অডিট করার সিদ্বান্ত গৃহীত হয়।
উপস্থিত সকলের সর্বসন্মতি ক্রমে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জন্মাষ্টমী পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি দয়াল দাশ।
৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন- আহবায়ক- আশীষ কুমার দে, সদস্য সচিব নিখিল কান্তি দে, সদস্য- সুব্রত দে, সদস্য- নন্দন দেব নাথ, সান্টু চৌধুরী, অজিত শীল ও পুলক শীল।