রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ফরেস্ট অফিস সংলগ্ন প্রধান সড়কের ডাকবাংলা পাড়া এলাকায়। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। “নিউ সোনার মদিনা” নামের একটি যাত্রীবাহী বাস উল্টে পাশের গভীর খাদে পড়ে যায়, বাসটির নম্বর চট্ট মেট্রো–জ ০৪–০০৬২।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমেট্রো–জ ০৪–০০৬২ নাম্বারযুক্ত বাসটি রাজস্থলী উপজেলা থেকে রাঙামাটির দিকে যাচ্ছিল যাত্রী ছিলো মাএ তিনজন, পরে পথে ডাকবাংলা পাড়া এলাকায় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তা পাশে ছিটকে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে ঘটনার পরপরই চালক ও হেলপার পলাতক হয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয় এক বাসিন্দা দুলাল দে (তনাই )বলেন, “বাসটি দ্রুতগতিতে আসছিল। হঠাৎ বাঁকে ঢুকে চালক নিয়ন্ত্রণ হারায়। ভাগ্য ভালো যে বড় কোনো প্রাণহানি হয়নি, না হলে ভয়াবহ ঘটনা ঘটতে পারত।”
তিন নং বাঙ্গালহালিয়া ইউপি সদস্য শিমুল দাস জানান, বাসটি পড়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসি আমি। এসে দেখতে পাই বাসের হেলপার ও ড্রাইভার পলাতক। কিন্তু তিনজন যাত্রীর মধ্যে একজন যাত্রী সামান্য আঘাত হয়েছে। আমরা চিকিৎসার জন্য তাকে ফার্মেসিতে পাঠিয়েছি।
চন্দঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাজাহান কামাল জানান,“ বাসটি দুর্ঘটনার খবর পেয়েছি.. খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের আই সি মোঃ আজিমুর রহমান ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে, পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানেও তদন্ত শুরু হয়েছে।