রাঙামাটি সরকারি কলেজের বিভিন্ন সমস্যা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) রাঙামাটি কলেজ শাখা।
মঙ্গলবার সকাল ১০ টায় কলেজ ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষক সংকট, পরিবহন, হোস্টেল ও নানা সমস্যা নিরসনের দাবি জানানো হয়।
মানববন্ধনে সাধারণ সম্পাদক সুনীতি বিকাশ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের সাধারণ শিক্ষার্থী, পিসিপি ও এইচডব্লিউএফের নেতৃবৃন্দ।
মানববন্ধনে স্বাগত বক্তব্যে এইচডব্লিউএফ রাঙামাটি সরকারি কলেজ শাখার সহসভাপতি কবিতা চাকমা, দ্রুত মহিলা হোস্টেল নির্মাণ শেষ করে চালুর দাবি জানান।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কুর্নিকোভা চাকমা, দ্বাদশ শ্রেণী মানবিক বিভাগের শিক্ষার্থী প্রেনঙি ম্রো, ডিগ্রী ১ম বর্ষের শিক্ষার্থী বষার্মুনি চাকমা, অনার্স উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী উমংসিং মারমা, রাষ্ট্র বিজ্ঞান ২য় বর্ষের শিক্ষার্থী বাচিং মারমা।
বক্তারা বলেন, শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস পাচ্ছে না এবং যথাযথ ক্লাস না পাওয়ার কারণে তাদের পরীক্ষার ফলাফলের মান যথাযথভাবে উন্নতি হচ্ছে না।
তারা আরও বলেন যে কলেজের অন্য বিভাগের বা অন্য বর্ষের শিক্ষার্থীদের যদি পরীক্ষা হয় তাহলে ক্লাস বন্ধ হয়ে যায়। মানসম্মত ক্লাস রুমের ব্যবস্থা না থাকার কারণে তারা ক্লাস রুমের শিক্ষার মনোনিবেশ করতে পারচ্ছে না। এছাড়াও তারা কলেজের পরিস্থিতি ও কলেজের নাজেহাল অবস্থার দ্রুত নিরসনের জন্য জোর দাবি জানান।
সংহতি বক্তব্যে পিসিপি, রাঙামাটি সরকারি কলেজ শাখার সহসভাপতি অমরজ্যোতি চাকমা বলেন, প্রত্যক বছর সেমিনারের জন্য ফি দেওয়া সত্ত্বেও দু একটি বিভাগের সেমিনার ছাড়া কোনো সেমিনার কক্ষ বর্তমানে চালু নেই। প্রতি বছর প্রত্যোক শিক্ষার্থীদের কাছ থেকে পরিবহনের জন্য ৫০০ টাকা করে ফি নেওয়া হয়। কিন্তু এতোগুলো টাকা কোথায় যায়? তারপরেও নিজস্ব পরিবহনের কোনো ব্যবস্থা নেই। আর এটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হওয়া স্বত্তেও সরকারি বা জাতীয় কোনো পোগ্রাম কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য কোনো অডিটোরিয়াম হলরুম নেই। যার কারণে ক্লাসরুমের মধ্যে এইসব জাতীয় পোগ্রামগুলোর অনুষ্ঠান করে যাচ্ছে কলেজ প্রশাসন। তিনি পরিত্যক্ত ছাত্রাবাস পুনরায় নির্মাণ করে ও নিমার্ণাধীন মহিলা হোস্টেল চালু করার আহ্বান।