রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা হলেন শামীম সিকদার এবং মোঃ রবিউল ইসলাম। তাঁরা উভয়ই রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।
ওসি আরোও জানান, গতকাল শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় থানার এসআই মোঃ নাহিদ আহমেদ সবুজ, এএসআই ধনেশ্বর ত্রিপুরা এবং সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চন্দ্রঘোনা থানার আওতাধীন রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ধলিয়া এলাকা হতে ৩৫ পিস ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক রবিবার (১৭ আগস্ট) সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।