খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এশা ত্রিপুরা (নবিনা) হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকালে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এর আয়োজন করে সচেতন নাগরিক সমাজ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ত্রিপনজয় ত্রিপুরা, সুজন বড়–য়া, হিরেন ত্রিপুরা।
উল্লেখ্য গত শুক্রবার দিবাগত রাতে জেলা সদরের মহাজনপাড়ার ভাড়া বাসায় রহস্যজনক মৃত্যু হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এশা ত্রিপুরার।
পুলিশের ধারণা এশা ত্রিপুরাকে হত্যা করা হয়েছে। বাড়ির বার্ডরুমে রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এশার শরীরে মাথায় একাধিক আঘাত ছিল।
ঘটনা জানা জানি হবার পর এশার স্বামী প্রথমে স্ট্রোক বলে প্রচার করেন।
এই ঘটনায় স্বামী উদ্দীপন ত্রিপুরা’কে আটক করেছে পুলিশ।