রাঙামাটিতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই অটোরিকশা সিএনজি। শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি নামক এলাকা দেপ্পোছড়িতে এঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূএে জানা গেছে, রাঙামাটি শহর থেকে অটোরিকশা সিএনজি যাএী নিয়ে রানীরহাটের দিকে যাওয়ার সময় রাঙামাটি- চট্টগ্রাম সড়কের দেপ্পোছড়ি এলাকায় দুর্বৃত্তরা সিএনজিটি থামিয়ে যাএীগুলো সরিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এই ঘটনার প্রতিবাদে শহরের বনরুপা সড়ক বন্ধ করে দেয় সিএনজি চালকরা। এতে আটকা পড়ে সড়কের সকল যানবাহন। চরম দুর্ভোগের শিকার যাএীরা।
এদিকে এঘটনার প্রতিবাদে বনরুপাস্থ সিএনজি ষ্টেশনের সামনে প্রতিবাদ সমাবেশ করে সিএনজি শ্রমিক ইউনিয়ন নেতারা। এতে নেতৃত্ব দেন সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি পরশ মজুমদার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে তারা বলেন, গত কয়েক মাস আগেও আসামবস্তী – কাপ্তাই সড়কে ৪-৫ সিএনজিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনার কোন সুরাহ হতে না হতে ফের সিএনজিতে আগুন দিল দুর্বৃত্তরা! গত বারও প্রশাসন আমাদেরকে আশার বাণী শুনিয়েছে। এবারও তাই। আমরা আর প্রশাসনের আশার বাণী শুনতে চাইনা। আগামী ৭২ঘন্টার মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসন ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
কোতয়ালি থানার ওসি আরিফুল আমিন বলেন, চট্টগ্রাম – রাঙামাটি সড়কের দেপ্পোছড়িতে রাঙামাটি- থ- ১১০৫৯৮, চালক বানেশ্বর যাএী নিয়ে রানীরহাটের দিকে যাওয়ার পথে গতিপথ রোধ করে এবং যাএী নামিয়ে দিয়ে দুর্বৃত্তরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এব্যাপারে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত পূর্বক গৃহীত ব্যবস্থা নিচ্ছে। পরে প্রতিবাদী সিএনজি চালক ও শ্রমিক নেতাদের বুঝিয়ে শুনিয়ে সড়কে গাড়ি চালু করা হয়েছে।