রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শিজক গলাচিপা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে সরল চাকমা (৫০) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছে।
এ ঘটনার জেরে নিহত সরল চাকমার ঘাতক মঞ্জু চাকমা (৩০) কে গণ পিটুনী দিয়ে খুন করেছে উত্তেজিত জনতা।
শনিবার বিকাল তিন টার দিকে এ ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানার ওসি শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাঘাইছড়ি থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ৮ টার দিকে ঘাতক মঞ্জু চাকমা তার মা কালোচুলি চাকমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।
স্ত্রীকে বাচাঁতে তার বাবা রত্নকুমার চাকমা এগিয়ে আসলে তাকেও কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে মঞ্জু চাকমা পালিয়ে যায়।
আহত রত্মকুমার চাকমাকে স্থানীয়রা উদ্ধার করে বাঘাইছড়ি সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের চিকিৎসক রত্মকুমারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করে।
এদিকে শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ৩ টার দিকে মঞ্জু চাকমাকে পালিয়ে যেতে দেখে আটকের চেষ্টা করে এলাকাবাসী।
এ সময় সরল চাকমা (৫০) নামে এক ট্রাক্টর( ছয় চাকার ট্রলি) চালক মঞ্জু চাকমাকে ধরতে গেলে মঞ্জুর হাতে থাকা ধারালো দায়ের কোপে ঘটনা স্থলে সরল চাকমা নিহত হয়।
এর পরপরই স্থানীয় উত্তেজিত শতাধিক গ্রামবাসী মঞ্জুকে ধরে গণ পিটুনী দেয়। এতে ঘটনাস্থলেই মঞ্জুর মৃত্যু হয়।
সারোয়াতলি ইউনিয়নের চেয়ারম্যান অতুল বিহারি চাকমা এ বিষয়টি নিশ্চিত করেন।
বাঘাইছড়ি থানার ওসি শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঞ্জু চাকমা মানসিক রোগী সংবাদ পেয়ে পুলিশের একটি দলকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে। ফিরে আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।