শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঙ্গালহালিয়ায় ট্রাক উল্টে সড়ক যোগাযোগ বন্ধ – দ্রুত উদ্যোগে যান চলাচল স্বাভাবিক

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্থলি, রাঙামাটি
নভেম্বর ২৮, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ

সাপ্তাহিক হাটকে কেন্দ্র করে শুক্রবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম থেকে কাঁচামাল বোঝাই করে রাজস্থলী উপজেলার ইসলামপুর বাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে (ভোলা ড-১১-০২৫১) নম্বরের একটি মালবাহী ট্রাক উল্টে যায়। ঘটনাটি ঘটে বাঙ্গালহালিয়া ইউনিয়নের আবাসিক হিন্দুপাড়া এলাকায়। হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনার কারণে প্রায় এক থেকে দেড় ঘণ্টা রাজস্থলীর প্রধান সড়কে দুইদিকে লম্বা যানজট তৈরি হয়।

দুর্ঘটনার পর স্থানীয়দের দ্রুত সাড়া ও তাৎক্ষণিক উদ্যোগে উদ্ধার কাজ শুরু করা হয়। পাশাপাশি ট্রাক কর্তৃপক্ষের সহযোগিতায় কাঁচামাল বোঝাই ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। ফলে কিছুক্ষণের মধ্যেই সড়কে পুনরায় স্বাভাবিক যান চলাচল ফিরিয়ে আনা হয়।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাশ বলেন—“ভোরে ট্রাকটি উল্টে যাওয়ার কারণে কিছু সময়ের জন্য পুরো সড়ক আটকে যায়। আমরা দ্রুত বিকল্প সড়ক তৈরি করে ছোট গাড়ি চলাচলের ব্যবস্থা করি। পরে ট্রাকটি সরিয়ে নিলে সড়কে যান চলাচল আবার স্বাভাবিক হয়ে যায়।”

স্থানীয় বাসিন্দা চাইসিংমং মারমা বলেন, “ভোর বেলায় এমন দুর্ঘটনা হলে বাজারে যাওয়া–আসা করা মানুষের ভোগান্তি বাড়ে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের সমস্যায় পড়তে হয়নি।” অন্য এক পথচারী রাকিব হোসেন জানান, “ট্রাকটি রাস্তার মাঝখানে উল্টে থাকার কারণে দুইদিকের যানবাহন পুরোপুরি আটকে যায়। পরে সবাই মিলে সহযোগিতা করায় দ্রুত রাস্তা চালু হয়েছে।”

ট্রাকের হেলপার মো. শামীম বলেন, “হঠাৎ ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারানোর কারণে ট্রাকটি উল্টে যায়। স্থানীয়দের সহযোগিতায় আমরা দ্রুতই ট্রাক সরাতে সক্ষম হই।”

দুর্ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও কয়েক ঘণ্টার এই ভোগান্তি সাপ্তাহিক হাটে আসা মানুষের যাত্রা ব্যাহত করে। তবে সংশ্লিষ্টদের দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়ক যোগাযোগ আবারো স্বাভাবিক হয়ে যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: