রাঙামাটি সদর উপজেলার মানিকছড়িতে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার বিকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের প্রবেশ মূখ মানিকছড়ি চেকপোষ্টে ১২২ পিচ ইয়াবাসহ টিপু মো. শাহ (২১) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
টিপু শাহ রাঙামাটি শহরের মধ্যে একটি শক্তিশালী সিন্ডিকেট চক্রের সাথে জড়িত হয়ে জেলার বিভিন্ন জায়গায় ইয়াবা বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে আগেও থানায় মামলা রয়েছে। টিপু শাহ’র বাবার নাম মো. হারুন আলী, গ্রাম –হলিতা কান্দা, থানা ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ। বর্তমানে রাঙামাটি শহরের রির্জাভ বাজার শহীদ আব্দুল আলী স্কুলের নিচে বাসা।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশ মো. টিপু শাহকে ১২২ পিচ ইয়াবাসহ আটক করে। পরে তাকে মানিকছড়ি চেক পোষ্ট এলাকা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী এজাহার লিপিবদ্ধ করে তাকে কোতয়ালী থানায় মাদক মামলার আসামি হিসেবে প্রেরণ করা হয়েছে। সোমবার সকালে তাকে কোর্টে প্রেরণ করা হবে।
ডিবি’র ওসি মানষ বড়ুয়া পাহাড়ের খবরকে জানান, টিপু শাহ দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। সে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ইয়াবা নিয়ে জেলার বিভিন্ন স্হানে ইয়াবা বিক্রি করতে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ খবর পেয়ে মানিকছড়ি এলাকা হতে মো. টিপু শাহকে ১২২পিচ ইয়াবাসহ আটক করে। ইয়াবার সিন্ডিকেট চক্র ধরতে টিপু শাহকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতয়ালি থানায় নিয়ে যাওয়া হবে।
কোতয়ালি থানার ওসি মো.আলী জানান, জেলা ডিবি পুলিশ ১২২পিচ ইয়াবাসহ টিপু শাহ নামের এক যুবককে থানায় নিয়ে এসেছে। সোমবার সকালে এই আসামিকে কোর্টে চালান দেওয়া হবে।