শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটি জেলা পরিষদের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য মন্ত্রণালয়ের বক্তব্য 

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি
নভেম্বর ২২, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আওতাধীন প্রাথমিক শিক্ষা বিভাগের ৫৩০টি সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল ১৪ নভেম্বর ২০২৫। প্রাপ্ত আবেদনপত্র পর্যালোচনায় দেখা যায়, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৪০ থেকে ৪৫ দিন সময় প্রয়োজন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পূর্ব মুহূর্তে দীর্ঘ সময়ব্যাপী এই বৃহৎ নিয়োগ কার্যক্রম সম্পাদনের বিষয়টি বিবেচনায় নিয়ে মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সচিব, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এর সদস্য গৌতম চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ৯ নভেম্বর ২০২৫ তারিখে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরপেক্ষতা, স্বজনপ্রীতি ও দুর্নীতিমুক্তভাবে দ্রুততার সাথে সম্পাদনের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পরীক্ষার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার লক্ষ্যে মন্ত্রণালয়ের ৩/৪ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করে ৩/৪টি বোর্ড করাসহ বেশ কিছু প্রস্তাব রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে প্রস্তাব করা হয়। কিন্তু রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এসকল প্রস্তাবকে বিবেচনা না করে সম্পূর্ণ একতরফাভাবে ২১/১১/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে।

উপরন্তু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সরকার ঘোষিত কোটা পদ্ধতি পার্বত্য জেলাগুলোতে একইভাবে প্রযোজ্য হবে কিনা সে বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করলে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর মতামত গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করে। এ প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কোটার বিষয়টি তিন পার্বত্য জেলায় কীভাবে কার্যকর করা হবে সে বিষয়ে মতামত চেয়ে ইতিমধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছে।

এসকল বিষয়ে অবহিত হওয়া সত্ত্বেও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ তাদের পুনঃঘোষিত লিখিত পরীক্ষা ২১/১১/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে অনুষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি চাইলে উপসচিব পর্যায়ে একজন কর্মকর্তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর প্রতিনিধি হিসেবে প্রেরণ করা হয়। মন্ত্রণালয় এর প্রতিনিধি যথারীতি ২০/১১/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এ রিপোর্ট করে জানতে পারেন যে ২১/১১/২০২৫ তারিখের লিখিত পরীক্ষাটি স্থগিত করা হযেছে। উল্লেখ্য যে, মন্ত্রণালয় রেগুরেটরী প্রতিষ্ঠান হিসেবে তার নিয়ন্ত্রণাধীন দপ্তরসমূহে এখনও সবরকমের সহযোগিতা করছে ও করবে, যদি পার্বত্য জেলা পরিষদ লিখিতভাবে সহায়তা চেয়ে থাকে। তবে, পার্বত্য মন্ত্রণালয় স্থানীয় অবস্থা ও শর্তাদি বিবেচনায় রেখে Meritocracy কে প্রাধান্য দিয়ে প্রক্রিয়াটি স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরপেক্ষতা, স্বজনপ্রীতি ও দুর্নীতিমুক্তভাবে সম্ভবপর নির্বাচনের তফসিল ঘোষণার আগে সমাপ্ত করার পক্ষে।

লিখিত পরীক্ষা স্থগিতকরণ, পুনরায় তারিখ ঘোষণা করা, আবার স্থগিত করা ইত্যাদি বিষয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। যাহা মন্ত্রণালয় বিভিন্ন সামাজিক মিডিয়া থেকে পেয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশতঃ সরাসরি পার্বত্য জেলা পরিষদ থেকে নয়। তবে মন্ত্রণালয় পরিষদকে সব ধরণের সহযোগিতা দিয়ে যাবে।

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ রেজুয়ান খান আজ রাতে সাংবাদিকদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: