বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে র্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্যেদিয়ে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে দিবসটি উদযাপিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু করে নেতাকর্মীরা।
জেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুঁইয়া, উপজেলা বিএনপি’র সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন- নুরুল আমীন মেম্বার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহআলম বাদশা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সিনিয়র সহ- সভাপতি সুজায়েত আলী সুজা, সহ- সভাপতি মো.মহিউদ্দিন হারুন, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস, যুগ্ম সম্পাদক আইনজীবী করিম উল্ল্যাহসহ জেলা ও উপজেলা – পৌর বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী অংশ নেন।
এতে বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার শুরু থেকেই দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর আদর্শকে লালন করে জনগণের জন্যে রাজনীতি করে আসছে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে কাজ করেছে। বর্তমান খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জননেতা ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে খাগড়াছড়ি জেলার বিএনপি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত।