একযুগ পেরিয়ে ১৩ বছরে পা রাখায় দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রতিষ্ঠা বাষিকী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের ৮ তলায় দৈনিক পূর্বদেশ পত্রিকার এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা.শাহাদাত হোসেন। পূর্বদেশ পত্রিকার বার্তা সম্পদক আবু মোশারফ রাসেলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের মেগা উন্নয়নের নামে মেগা দুনীতি হয়েছে। ভূমি অধিগ্রহনের নামে ব্যাপক দুনীতি করেছে শেখ হাসিনার সরকার। রাজনৈতিক দলের এমপি মন্ত্রীরা ব্যবসায়ি হয়ে গেছে তাই সব কিছু দাম বেড়ে গেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জমি আওয়ামী লীগ নেতা কর্মীরা দখল করে বসে আছে। গত ১৮ বছরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ডাসবিনে পরিনত করেছে দিয়ে গেছে আওয়ামী লীগ। চট্টগ্রাম নগরে ভালো খেলার মাঠ নাই। চট্টগ্রামকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা দরকার। আমি নগর পিতা নয়, আমি সেবক হিসেবে কাজ করতে চাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা আবু ছুফিয়ান, প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি, মহা নগর বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব হারুনুজ্জামান ও পূর্বদেশ পত্রিকার জিএম মোঃ কামরুল ইসলাম হোসাইনীসহ চট্টগ্রাম জেলা, মহা নগর বিএনপির ও জামায়াতে বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাবৃন্দ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের কন্ঠ চেপে ধরে রেখেছিল। স্বাধীন ভাবে সংবাদ প্রকাশ করতে পারেনি মিডিয়াকর্মীরা। হাসিনা সরকারের নির্মম অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। উন্নয়নের নামে ব্যাপক দুনীতি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাদের দুনীতির দায়- ভারে এখন দেশ ছেড়ে পালাতে হয়েছে।