মহা পরিনির্বাণ প্রাপ্ত বৌদ্ধ মহাসাধক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের আজ ১০৪ তম জন্মদিন আজ।
বৌদ্ধধর্মীয় মহাগুরু বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙামাটি সদরের ১১৫নং মগবান মৌজার মোড়ঘোনা নামক গ্রামে এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।
বনভান্তে মানব সংসারে দুঃখ-কষ্ট প্রত্যক্ষ দর্শনে মহামতি গৌতম বুদ্ধের পথ অনুসরণ করে ১৯৪৯ সালে প্রব্রজ্যা নিয়ে গৃহত্যাগ করে বৌদ্ধ সন্যাসীর জীবন ধারণ করেন।
দীর্ঘ ধ্যান-সাধনার মধ্য দিয়ে সিদ্ধিলাভ করে অর্জন করেন বৌদ্ধধর্মের অলৌকিক শক্তি অরহত্ব।
বনভান্তে আবির্ভাবেব ফলে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধধর্মে পুনর্জাগরণ ঘটে।
প্রতিষ্ঠিত হয় শত শত বন বিহার। বনভান্তে ২০১২ সালের ৩০ জানুয়ারি দেহত্যাগের মধ্য দিয়ে মহা পরিনির্বাণ লাভ করেন।
বনভান্তে জীবদ্দশায় অধ্যক্ষ হিসাবে অবস্থান করেছিলেন রাঙামাটি রাজবন বিহারে।
বনভান্তের এবার জন্মদিনকে ঘিরে সাপ্তাহব্যাপী ধর্ম উৎসবের আয়োজন করেছে রাজবন বিহার কর্তৃপক্ষ।
আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থান থেকে অগণিত ভক্ত ও পুণ্যার্থী।
রবিবার ভোর ৫টায় রাজবন বিহারে সংরক্ষিত বনভান্তের দেহধাতুতে পুস্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ভিক্ষগণ এবং পুণ্যার্থীরা।
এরপর বনভান্তের জন্মদিনের কেক কাটা হয়।
আনুষ্ঠানিকভাবে কেক কাটেন বনভান্তের উত্তরসূরি ও রাজবন বিহার আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির।
এরপর সকালে বুদ্ধপূজা, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তি দান, আকাশ ও হাজার প্রদীপ পূজা, ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আকাশ ও হাজার প্রদীপ প্রজ্জ্বলনসহ ফানুস উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ হবে।