রাঙামাটি জেলার রাজস্থলীতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল ) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এই পুষ্টি সপ্তাহ অনুষ্ঠিত হয়।
কিশোরী বয়সে শরীর গঠনে আয়রন সমৃদ্ধ খাবারের গুরুত্ব, শিক্ষা প্রতিষ্ঠানে ও পাড়ায় মহল্লায় ক্ষুদে ডাক্তার এর মাধ্যমে এক শিশু থেকে বহু শিশুর মাঝে তথ্য বিনিময় প্রক্রিয়ায় শিক্ষন, খাদ্য, পুষ্টি ও সুষম খাবার এর পাশাপাশি জন্মের পর শিশুকে শালদুধ খাওয়ানোর উপকারীতা সহ গর্ভকালীন সময়ে মায়েদের কখন কখন জরুরী ভিত্তিতে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে সকল দিক সমুহ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ ( ওসি) জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ , পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা, মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক, শিক্ষা অফিসার তাজেদুল ইসলাম, রাজস্থলী প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান, হাফেজ মৌলানা জাহেদুল আলম, রেডক্রিসেন্টর সদস্য সহ হাসপাতালের নার্স ও স্বাস্থ্য সম্পৃক্ত মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।