খাদ্য ও ভূমি মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার আগামী ১০ মে (শনিবার) রাঙামাটির কাপ্তাই উপজেলা সফর করবেন।
যুগ্ম সচিব পদ মর্যাদার মাননীয় উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ রাশেদুল ইসলাম সাক্ষরিত সরকারি এক সফর সূচিতে এই তথ্য জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো রুহুল আমিন জানান, মাননীয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার আগামী ১০ মে শনিবার সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের রেস্ট হাউজ বিদ্যুৎ ভবনে আসবেন। এরপর তিনি বেলা ১২.৪৫ মিনিটে কাপ্তাই জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সম্মেলন কক্ষে রাঙামাটি জেলা প্রশাসক, জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে রাঙামাটি জেলার খাদ্য মজুদ ও বিতরণ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
প্রসঙ্গত: মাননীয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার ১৯৮৪ সালের ৩ জুন হতে ১৯৮৮ সালের ১৫ মার্চ পর্যন্ত কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে সফলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।