রাঙামাটি শহরের রাজবাড়ী উত্তর বিহারপুর এলাকায় বিপুল পরিমাণ দেশীয় ছোলাই মদসহ ২ জনকে আটক করেছেন জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ গোয়েন্দা ডিবি পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা দেশীয় ছোলাই মদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ১৫-২০ হাজার লিটার দেশীয় ছোলাই মদসহ ২ জনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার এর দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার ( ডিবি) শাহনেওয়াজ রাজু ও গোয়েন্দা পুলিশের ওসি মানস বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স সমূহ।প্রায় ৭/৮ লক্ষ টাকার মদ জব্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু বলেন,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহরের রাজবাড়ি উত্তর বিহারপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫/২০ লিটার দেশীয় ছোলাই মদের কারখানা জব্দ করা হয়। ওই গ্রামে ১৫-২০টি উপজাতি পরিবার মদ তৈরি করে বিক্রির উদ্দেশ্যে ড্রাম ও গ্যালান ভর্তি করে মজুত রাখা হয়েছে। উদ্বার অভিযানে মদ তৈরির কারখানা ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। মদসহ মদ তৈরির সরঞ্জাম ড্রাম,গ্ল্যান,বালতি ও সেক্সি উদ্ধার করা হয়। এতে আনুমানিক ১০/১৫ লক্ষ টাকার মদসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
ডিবির ওসি মানস বড়ুয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় ছোলাই মদসহ মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সকাল থেকে উদ্বার কাজ পরিচালনা করা হয়।
আটককৃত মদ বিক্রেতা মানবেন্দ্র চাকমা(৪৫) ও মধু মিলন চাকমা বলেন, এটা তাদের পেশা এটা করে তাদের পরিবার পরিজন চলে। মদ তৈরি করতে গিয়ে তাদের বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে ঋণ নিতে হয়েছে। আমাদের উপার্জনের আর কোন পথ নেই। একারনে মদ তৈরি ও বিক্রির পথ বেঁচে নিয়েছি।