আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মামুনুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই জয়নাল আবেদিন, জামাতের আমির মাওলানা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, আনসার ভিডিপির প্রতিনিধি দেলোয়ার ইসলাম। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলার বিভিন্ন মন্দির মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক এবং ফায়ার সার্ভিসের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।
সভায় আলোচকরা জানান, বরাবরের মতো এবারও রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নে মোট ৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উদযাপনকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ করতে সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ,দুর্ঘটনা এড়াতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ,পূজার সময় শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সামাজিক ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। তাই এ উৎসবকে কেন্দ্র করে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তারা আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপে যেন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে, সেজন্য প্রশাসন, পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক দল এবং স্থানীয় জনগণ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, চলমান পরিস্থিতিতে দুর্গাপূজাকে শৃঙ্খলার মধ্যে দিয়ে পালন করা হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
উল্লেখ্য, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপনকে সুষ্ঠু ও আনন্দঘন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।