বুধবার, মার্চ ২২News That Matters

দীঘিনালায় কৃষক গ্রুপে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি প্রদান

শেয়ার করুন:

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অনাবাদি জমি ও বসতঘর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (ইফনাপ)” শীর্ষক প্রকল্পের আওতায় কৃষক গ্রুপ ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি প্রদান করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সোমবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে এসব কৃষি উপকরণ তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম।

এসময় দীঘিনালাীঘিনালা উপজেলার ৫ টি ইউপির কুমিল্লা পাড়া, মুকুন্ড পাড়া, দূর্ঘা কার্বারী পাড়া, পুলিন হেডম্যান পাড়া, মর্গ্যা কার্বারী পাড়ার কৃষক গ্রুপের মাঝে একটি ফুট পাম্প, দু’টি হ্যান্ড স্পেয়ার, তিনটি বাডিং নাইফ, তিনটি (বুশ কাটার) গ্রুনিং শেয়ার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *