বান্দরবানের রুমায় পাইন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিয়াংক্ষ্যাং পাড়ার সংলগ্নে মদ্যপ অবস্থায় তর্কের এক পর্যায়ে মারামারিতে একজনের মৃত্যু হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপরে ঘটনান ঘটেছে। মৃত ব্যক্তির নাম নাম উসানু মার্মা(৩২)।
স্হানীয় ও পুলিশের সূত্রে জানা যায় গড় বুধবার(২৮ ডিসেম্বর) বিকালে নিয়াংক্ষ্যং পাড়ার সংলগ্নে এক গরু ব্যবসায়ি আবুল কাসেম(৫৫) হৃৎপিন্ড বন্ধ হয়ে মারা যায়। লাশটি পাহাড়া দিতে পাড়াবাসীর সাথে সারারাত ছিল মৃত্যুু ব্যক্তি উসানু মার্মা ও হত্যাকারী অংসাচিং মার্মা (৩৪) দু’জনই।
আবুল কাসেমের লাশটি বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি চট্টগ্রামে নিয়ে যাওয়ার পর সেখানে মদ্যপান অবস্থায় দুইজনের মধ্যে তর্ক বেধে যায়। এক পর্যায়ে ধস্তাধস্তিতে অংসাচিং মার্মা (৩৪) ইট দিয়ে ক্যচিং মার্মার ছেলে উসানু মার্মার মাথায় এলোপাতাড়ি ভাবে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে, ঘটনাস্থলে উসানু মার্মা মারা যায়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, মৃত্যু উসানু মার্মা লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল ( শুক্রুবার) ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে। তারই সাথে মামলা প্রক্রিয়াধীন থাকছে।
পলাতক আসামী অংসাইচিং (৩৪) মার্মা কে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন।