রাঙামাটির কাপ্তাইয়ে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৬০ জন কৃষক অংশ নেন।
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদ দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।
পরবর্তীতে কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে, উপজেলা কৃষি অফিসার মো: ইমরান আহমেদ এবং জেলা ও আঞ্চলিক পর্যায়ের কৃষি বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাগণ ধারাবাহিকভাবে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।


















