বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় সদর দফতরের প্রোগ্রাম বিভাগের উদ্যোগে আজ (২৩ জুন) দেশের সকল উপজেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে কাব স্কাউটদের বর্ণাঢ্য আয়োজন “কাব কার্নিভাল”। এই কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা-এর ৯টি উপজেলায়ও দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় কাব কার্নিভাল।
কক্সবাজার সদর উপজেলা স্কাউটস আয়োজিত কাব কার্নিভাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাহ্উদ্দিন, জেলা প্রশাসক, কক্সবাজার ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইদুজ্জামান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), এবং নীলুফা ইয়াসমিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, কক্সবাজার সদর ও সভাপতি, কক্সবাজার সদর উপজেলা স্কাউটস। এছাড়া বিভিন্ন স্তরের স্কাউট কর্মকর্তা, কাব স্কাউট লিডার ও কাব স্কাউটসহ প্রায় ২৫০ জন অংশগ্রহণ করেন।
কার্নিভাল উপলক্ষে শিক্ষণীয় কার্যক্রমের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য ৬টি স্টেশনের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল- তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল ছোড়া, মাছ শিকার, আইন নৃত্য এবং রিং ছোড়া প্রতিযোগিতা। এসব আয়োজন কাব স্কাউটদের মাঝে আনন্দের পাশাপাশি নেতৃত্ব, মনঃসংযোগ ও সহনশীলতা চর্চার সুযোগ করে দেয়। দিনব্যাপী এ আয়োজন কক্সবাজারে এক ভিন্নধর্মী প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে এবং কাব স্কাউটদের মাঝে শিক্ষামূলক ও সৃজনশীলতার বিকাশ ঘটায় বলে মন্তব্য করেন অতিথিরা।