কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপি প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচী উপলক্ষ্যে রবিবার (২৪ আগস্ট) ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে এক সভা অনুষ্ঠিত হয়। চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মতিন কন্ট্রাকটরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্ল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য ও কাপ্তাই উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ হারুন অর রশীদ, জেলা বিএনপির সদস্য ও কাপ্তাই উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক রাকিব হোসেন মঈন।
এসময় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ১ নং ওয়ার্ডে বসবাসরত ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে প্রাথমিক সদস্যপদ নবায়ন করা হয়। সভায় ০৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা ওয়ার্ড কমিটি গঠনের তারিখ ও স্থান নির্ধারণ করবে, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কাজে সহযোগিতা করবে এবং ওয়ার্ড কমিটি গঠনের দিন কর্মী, সমর্থকদের সমাগম করতে কার্যকর ভূমিকা রাখবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।