পার্বত্য জেলা খাগড়াছড়ির মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মহালছড়ি মিনি স্টেডিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতায় উপজেলার সকল বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
দিনের শুরুতেই বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা, কাবাডি, দাবা, হ্যান্ডবল সহ নানা ইভেন্টে প্রতিযোগিতা করে। মাঠজুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, দর্শকদের করতালি আর খেলার আমেজে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা।
বিকেলে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চাকমা প্রমুখ, প্রেসক্লাব সভাপতি দীপক সেন।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থেকে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ক্রীড়া চর্চাকে প্রাধান্য দিতে হবে। নিয়মিত শারীরিক কসরত শরীর ও মন দুটোকেই সুস্থ রাখে। খেলাধুলা হলো সুস্বাস্থ্যের মূলমন্ত্র।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ক্রীড়াঙ্গন শুধু বিনোদনের উৎস নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, সাহসী ও আত্মবিশ্বাসী করে তোলে। খেলাধুলা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, পদক ও পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমী দর্শকেরা উপস্থিত থেকে আয়োজনকে উৎসবমুখর করে তোলেন।


















