ভিজিএফ কর্মসূচীর আওতায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে ৫ হাজার ৫ শত ৫০ জনকে জনপ্রতি ১০ কেজি করে চাউল প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ও বুধবার স্ব- স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ট্যাগ অফিসারদের উপস্থিতিতে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, পবিত্র ঈদ উল ঈতর উপলক্ষে বিশেষ ভিজিএফ কর্মসূচীর আওতায় ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নে ১৪ শত ৫০ জন, ২ নং রাইখালী ইউনিয়নে ১৪ শত, ৩ নং চিৎমরম ইউনিয়নে ৫ শত ৫০ জন, ৪ নং কাপ্তাই ইউনিয়নে ১ হাজার ৫শত এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়নে ৬শত ৫০ জন সহ সর্বমোট ৫ হাজার ৫ শত ৫০ জন অসহায় ও দরিদ্র পরিবারকে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
এদিকে বুধবার সকালে কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন উপজেলার কাপ্তাই ওয়াগ্গা ও রাইখালী ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম তদারক করেন।
এ সময় কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশল আবদুল লতিফ, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গ্যা, রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা উপস্থিত ছিলেন।