খাগড়াছড়ি আসনে ধানের শীষ প্রতিকে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার সমর্থনে জেলার রামগড়ের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বিরামহীন প্রচারণায় অব্যাহত রয়েছে।
রবিবার (৯ নভেম্বর) দিনব্যাপী খাগড়াছড়ির জেলা বিএনপির সাধারণ সম্পাদক এনএম আবছার ও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এর নেতৃত্বে রামগড় পৌরসভার সোনাইপুল বাজার, রামগড় বাজার সহ উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক দলে বিভক্ত হয়ে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়ার সমর্থনে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
এ সময় নেতাকর্মীরা বিগত ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র প্রদর্শন করে।
গণসংযোগে অন্যদের মধ্যে রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত উল্যাহ ভূইয়া সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


















