রাঙামাটি জেলার রাজস্থলীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২২ উদ্বোধন করা হয়েছে।
২০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস কক্ষে ‘বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি কমাতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা। উদ্ধোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ মাহবুব আলম রনি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, সাংবাদিক আজগর আলী খান, কারিতাস ব্যবস্থাপক সাধন কৃঞ্চ চাকমা, জুম ফাউন্ডেশন মাঠ কর্মী তুলনা চাকমা, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য, কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, কৃষক-কৃষানিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা বলেন, ইঁদুর ফসল ও সম্পদের অনেক ক্ষতি করে। প্রায় ৬০ ধরণের রোগ – জীবানু বহন ও বিস্তার করে। ইঁদুরের ক্ষতিকর ভূমিকার কথা বিবেচনা করে১৯৮৩ সাল থেকে জাতীয় ভাবে ইঁদুর নিধন অভিযান পরিচালিত হচ্ছে।