দৈনিক ইনকিলাবের রাঙ্গামাটি জেলা সংবাদদাতা শাহ-আলমের নিয়োগ বাতিল করা হয়েছে।
২৮ আগস্ট বৃহস্পতিবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া এক চিঠিতে বিষয়টি জানানো হয়। আজ (২৮ আগস্ট) বিকাল ৪টা ৪৩ মিনিটে দৈনিক ইনকিলাব তাদের অনলাইন পোর্টালে এই সংবাদটি প্রকাশ করেছে।
সংবাদটি দেখতে ভিজিট করুন এই লিংকে-https://dailyinqilab.com/bangladesh/news/801298
তাকে দেয়া ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি আপনার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনৈতিক ও অপেশাদারী আচরণ সহ বিভিন্ন অভিযোগ কর্তৃপক্ষের নজরে আসে।
উল্লিখিত বিষয়গুলো প্রমাণিত হওয়ায় আপনাকে রাঙ্গামাটি জেলা সংবাদদাতা হিসেবে আপনার নিয়োগ বাতিল করা হলো, যা অদ্য ২৮ আগস্ট হতে কার্যকর হবে। অফিস কর্তৃক আপনাকে যে পরিচয় পত্রটি প্রদান করা হয়েছিল তা দৈনিক ইনকিলাবের প্রশাসন বিভাগে ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করা হলো। খবর -দৈনিক ইনকিলাব।