যেই কদু সেই লাউ, রাঙামাটির হাট- বাজারে দ্রব্যমূল্যের দাম কমেনি। কোটা বিরোধী ছাত্র আন্দোলনে দেশের সব সেক্টরে পরিবর্তন দেখা গেলেও হাট-বাজারে কোন পরিবর্তন দেখা যায়নি। পূর্বের ন্যায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম রয়ে গেছে।
শনিবার সকাল ৯টায় শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র বনরুপাস্থ কাঁচা বাজারে গিয়ে দেখা গেছে পূর্বের দরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম রয়ে গেছে। গাজর ১৮০ টাকা, টমেটো ২৪০ টাকা, কাঁচা মরিচ ২৪০ টাকা, আলু ৬০ টাকা, বেগুন ১২০ টাকা। কমেনি মাছ, মাংস ও দেশীয় মুরগির দাম। চাউল ও ডাল আগের দামে রয়ে গেছে। তবে সমতলে সবকিছুর দাম কমে গেছে।
দোকানদাররা বলছে, সমতলে দাম কমে গেলেও রাঙামাটিতে এখনো দাম কমেনি। দুই এক দিনের মধ্যে নতুন করে মালামাল আনলে বুঝতে পারবো দাম কমেছে কি না। পূর্বের দামেই আমাদের বিক্রি করতে হচ্ছে। চট্টগ্রামে দাম কমলে আমরাও দাম কমিয়ে দেব।
এদিকে ক্রেতারা বলছে,সারা দেশে সকল দ্রব্যমূল্যের দাম কমিয়ে দিয়েছে। কিন্তু রাঙামাটিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমেনি। দেশ নতুন করে স্বাধীন হয়েছে কিন্তু বাজার দর পরিবর্তন করা হয়নি।
এদিকে গত ৫ আগষ্টের পর হতে রাঙামাটিতে প্রশাসনের কোন রকম তদারকি বা ভূমিকা নেই বললেই চলে। জেলা প্রশাসক বা পুলিশ প্রশাসন মাঠে না থাকায় যে যার মত করে চলছে। ব্যবসায়িরাও সুযোগ পেয়েছে।