খাগড়াছড়ির রামগড় উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে ইউপি সদস্যসহ আওয়ামীলীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার ২নম্বর ইউনিয়নের পাতাছড়া ও মাহবুব নগর এলাকায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ী হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাতাছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ মহিউদ্দিন মেম্বার (৪০) সে ওই এলাকার বাসিন্ধা মন্তাজ মিয়ার ছেলে এবং একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন (২৭) সে মাহবুব নগর এলাকার বাসিন্ধা আব্দুর রবের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গতকাল মধ্যরাতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী দুই মামলায় আওয়ামীলীগ ও যুবলীগের এই ২ নেতাকে গ্রেপ্তার করা হয়। বিধি মোতাবেক যথাসময়ে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
প্রসঙ্গত, অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরুর পর গত সোমবার মধ্যরাতে উপজেলার ২ নং ইউনিয়নের মাহবুবনগর এলাকা থেকে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউছুফ পাটোয়ারী (৪০) ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর হোসেন (৪৫) কে গ্রেপ্তার করে পুলিশ।