খাগড়াছড়ির দীঘিনালায় ভারী বর্ষণে পাহাড়ি ঢলে উপজেলার মাইনী নদীর তীরবর্তী এলাকাসমূহ বন্যা কবলিত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
সোমবার দুপুর ১ টায় উপজেলার বেতছড়ি, চোংড়াছড়ি ও মেরুং বাজার এলাকায় পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন, দীঘিনালা জোনের জোনের বেবি টাইগার্স- ৪ বেঙ্গল-এর উপ অধিনায়ক মেজর নাজিম আহম্মেদ, পিএসসি।
এ সময় আশ্রয় কেন্দ্র অবস্থান করা পরিবারের মাঝে দুপুরের খাবার, চাল, ডাল, তেল, লবন, খাবার স্যালাইন, বিস্কিট, পানি দেওয়া হয় দীঘিনালা জোনের বেবি টাইগার্সের ৪ বেঙ্গলের পক্ষ হতে।
এসময় আরো উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের বেবি টাইগার্স ৪ বেঙ্গলের ওয়েরেন্ট অফিসার মোঃ মজিদ।
দীঘিনালা জোনের বেবি টাইগার্স- ৪ বেঙ্গল-এর উপ অধিনায়ক মেজর নাজিম আহম্মেদ, পিএসসি, জানান দীঘিনালা উপজেলার যে-কোন প্রাকৃতিক দূর্যোগ ও যে-কোন ধরনের সাহায্য সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন সবসময় পাশে ছিল, আছে, থাকবে।
আশ্রয়কেন্দ্র অবস্থান করা মল্লিকা দেবী(৩৮) জানান, ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে ঘরবাড়ি তলিয়ে গিয়েছে তাই আশ্রয়কেন্দ্র অবস্থান করছি দীঘিনালা জোন খাদ্য সামগ্রী দিয়েছে। পুলং চাকমা(৩৫) জানান, সেনাবাহিনীর থেকে খাদ্য সামগ্রী পেয় ভালো লাগছে। একই কথা বলেন কুলছুমা বেগম(৪২) খাদ্য সামগ্রী হাতে ধন্যবাদ জানান বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনকে।
উল্লেখ যে, পানি বাড়তে থাকায় উপজেলার বেতছড়ি বাজার ও মেরুং বাজার পানিতে তলিয়ে যাবে। এদিকে পানিতে তলিয়ে আছে মেরুং বাজাররের শতাধিক ব্যবসায়ীদের দোকান। তাছাড়া বড় মেরুং এলাকায় বন্যার পানিতে স্টীলের ব্রীজ পানিতে তলিয়ে যাওয়ায় দীঘিনালা ও লংগদু সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থা নৌকায় পারাপার হচ্ছে লোকজন