খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের ২০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন। রবিবার (৯ নভেম্বর) মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে খাগড়াছড়ির পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর অবিসংবাদিত নেতা জনাব ওয়াদুদ ভূইয়া বলেন, মানুষের মুখে একটুখানি হাসি ফুটিয়ে আনন্দ-বেদনা ভাগাভাগি করাই আমাদের একমাত্র লক্ষ্য। সামনের দিনগুলোতেও ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। মানবতার সেবায় আমরা একসঙ্গে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের সংগঠক মোঃ মিজানুর রহমান, সাহেদ সুমন, মোঃ আব্দুল্লাহ আল নোমান, ও মোঃ বাচ্চু মিয়া। আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন স্থানীয় পৃষ্ঠপোষক মোঃ ইলিয়াস হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুল কাদের সিয়াম সহ মোঃ কাউসারুল আলম, শফিকুল ইসলাম, ও মোঃ রনি সহ সকলকে।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করে বলেন, এই উদ্যোগ তাদের জন্য এক অনন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে। স্থানীয়রা জানান, পাহাড়ে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে এমন মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসিত হচ্ছে।
ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন জানায়, শীতের মৌসুমজুড়ে পার্বত্য এলাকার বিভিন্ন উপজেলায় ধাপে ধাপে শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের।


















