দীর্ঘ পনেরো মাস পর খুলে দেয়া হলো বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত অন্যতম পর্যটন স্পট দেবতাখুম।
বৃহস্পতিবার (১৮ই জানু) বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ জুলাই ২০২৩ মূলে জারীকৃত গণবিজ্ঞজ্ঞপ্তির ধারাবাহিকতায় সদর দপ্তর, বান্দরবান রিজিয়ন, বান্দরবান সেনানিবাসের ১৭ জানুয়ারি ২০২৪ তারিখের ১৪০/৫৯/জিএস (ইন্ট) পত্রের আলোকে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন এলাকায় পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা আগামী ২২ জানুয়ারি ২০২৪ তারিখ হতে এতদ্বারা প্রত্যাহার করা হলো। তবে পর্যটকগণকে দুর্গম এলাকায় গমনের পূর্বে উপজেলা প্রশাসন হতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহপূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।
এ বিষয়ে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন বলেন, ২২ জানুয়ারি হতে পর্যটকরা অনায়াসে দেবতাখুম ভ্রমন করতে পারবে। তাছাড়া ২১ তারিখ পর্যটক ভ্রমন সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের একটা মিটিং ও করা হবে। যেখানে পর্যটক ভ্রমনের বিষয়ে দিক-নির্দেশনা নির্ধারণ করা হবে।
প্রসঙ্গত সম্প্রতি বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ২০২২ সালের অক্টোবর মাস থেকে সন্ত্রাসীদের নির্মূলে অভিযান শুরু করে যৌথবাহিনী।
তাই পর্যটকদের সাবির্ক নিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবানের কয়েকটি উপজেলাতে পর্যটকদের ভ্রমণে কয়েক দফা দফা নিষেধাজ্ঞা জারি করেন জেলা প্রশাসন। এর মধ্য দিয়ে জেলার ৭ টি উপজেলার প্রায় সবগুলো পর্যটন কেন্দ্রেই উন্মুক্ত হলো ভ্রমন পিপাষু পর্যটকদের জন্য।