রাঙামাটির রাজস্থলী উপজেলার নবাগত ও সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান খান আজ হঠাৎই একটি স্থানীয় বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং তাদের সাথে সরাসরি কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের পাঠে মনোযোগ, উপস্থিতি ও শিখন-শেখানোর পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। শ্রেণিকক্ষ পরিদর্শনের সময় তিনি নিজেও শিক্ষার্থীদের সাথে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করেন, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
পরে তিনি বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকমণ্ডলীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সভায় ইউএনও মহোদয় শিক্ষকদের উদ্দেশ্যে বলেন— “একজন শিক্ষক শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের চরিত্র, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গঠনের পথপ্রদর্শক। আমাদের লক্ষ্য হওয়া উচিত—প্রতিটি শিশুর মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিকতার বীজ বপন করা।”
তিনি আরও বলেন, “বিদ্যালয়ে নিয়মিত ক্লাস পরিচালনা, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং আধুনিক পদ্ধতিতে পাঠদান বাড়ালে রাজস্থলীর শিক্ষার মান অবশ্যই উন্নত হবে।”
পরিদর্শন শেষে তিনি বিদ্যালয়ের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজস্থলী থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব ইকবাল বাহার চৌধুরী, উপজেলা নির্বাচনী কর্মকর্তা জনাব অনিক বড়ুয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব হিতৈষী চাকমা প্রমুখ।
স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা নবাগত ইউএনওর এই আকস্মিক পরিদর্শনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, এই ধরনের উদ্যোগ শিক্ষা ক্ষেত্রে শৃঙ্খলা ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি করবে।