মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা- বিদ্যানন্দের “১ টাকায় প্রবারণা মেলা”

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
অক্টোবর ১৫, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মাঝে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের জীবন বিপন্ন। আয় ব্যয়ের হিসাব মেলাতে অনেকের কষ্ট হয়ে যাচ্ছে। কিছুটা ধার দেনা করে দোকান থেকে পণ্য না পেলে অভুক্ত থাকতে হয় তাদের অনেকের। এমন অবস্থায় প্রধান উৎসবগুলোতে এসব বঞ্চিত মানুষের অংশগ্রহণ একপ্রকার বিলাসিতা ও অসম্ভব ব্যাপার। পাহাড়ের মানুষের অবস্থা আরো করুন।

এই বাস্তবতায় আসন্ন প্রবারণা পুরনিমা উৎসবকে সামনে রেখে আজ ১৫ অক্টোবর ২০২৪ তারিখে সকাল ১১ টায় খাগড়াছড়ির অরুনিমা কমিউনিটি সেন্টারে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে “১ টাকায় প্রবারণার বাজার” নামে একটি প্রোগ্রাম আয়োজন করেছে। উক্ত প্রোগ্রামের স্লোগান ছিল “সবাই মিলে উৎসব সবাইকে নিয়ে বাংলাদেশ”।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির মাননীয় জেলা প্রশাসক জনাব মো: সহিদুজ্জামান।

দিনব্যাপী উক্ত প্রোগ্রামে খাগড়াছড়ির বিভিন্ন নিম্ন আয়ের এলাকা থেকে সহস্রাধিক শিশু, মহিলা ও বৃদ্ধ মানুষ অংশগ্রহণ করেন এবং এক টাকার বিনিময়ে নতুন কাপড় কিনেছেন ও পরিবারের জন্য বাজার করেছেন।

সরেজমিনে দেখা যায়, চাল, ডাল, চিনি, নারকেল, সুজি, ডিম, তেল সহ প্রায় ১৮ রকমের পণ্য দিয়ে সাজানো হয়েছিল একটা সুপারশপ। প্রতিটি আইটেমের দাম মাত্র ১ টাকা! এই সুপারশপে প্রতি পরিবারের দুই জনের জন্য এক টাকা দিয়ে নতুন কাপড় কেনার ব্যবস্থা যেমন ছিল তেমনি ১ টাকা দিয়ে আরো ৫ টি যেকোনো আইটেম বাছাই করে কিনে নেয়ার ব্যবস্থা ছিল।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন “প্রবারণা পুরনিমা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন যে ১ টাকার বিনিময়ে যে বাজার দিচ্ছে তা খুবই সাধুবাদযোগ্য। এখানে অন্যান্য ধর্মাবলম্বী ও জাতির দুস্থ মানুষেরাও অংশ নিচ্ছে যেটা সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে থাকবে”

বিদ্যানন্দের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন বলেন ‘‘আমরা প্রতিটি উৎসবে ধনী দরিদ্রের বৈষম্য দূর করে চাই সম্প্রীতি বন্ধন গড়তে। সে সাথে নিশ্চিত করতে চাই উৎসবে সুবিধাবঞ্চিত মানুষের অংশগ্রহণ”

বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে আরও বলা হয় “আমরা এখানে বাংলাদেশের মানুষের প্রতিনিধি হিসেবে এসেছি। এসেছি অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরিতে সম্প্রীতির মেলবন্ধন স্থাপন করতে। সম্প্রীতির ভাঙা সেতুকে ভালোবাসা দিয়ে মেরামত করবো।”

উৎসবে অংশ নেয়া উমেখিং মারমা বলেন “আমরা ভাবতেও পারিনি প্রবারণার আগে আমাদের দরিদ্র সমাজের জন্য কেউ এত আনন্দ আয়োজন করবে! আজ আমরা খুব খুশি বিদ্যানন্দ এই আয়োজন করেছে। তাঁরা নতুন কাপড় দিয়েছে, এক টাকা দিয়ে সংসারের প্রবারণার বাজার করতে পেরেছি।”

 

 

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মারমা ঐক্য পরিষদের সমন্বয়ক বাবু মেরাসাথোয়াই মারমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সেক্রেটারি জনাব জসিম উদ্দিন, সহ-সভাপতি জনাব জহুরুল ইসলাম প্রমুখ।

দেশ বিদেশে ভিন্নতর ও অভিনব সব আইডিয়া নিয়ে সেবামূলক কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছে বিদ্যানন্দ। বিশেষ করে করোনাকালীন সময়ে কেউ যখন ভয়ে ঘর থেকে বের হচ্ছেনা তখন জীবনবাজি রেখে করোনা মহামারী মোকাবেলায় সম্মুখসমরে যুদ্ধ করে সাধারণ মানুষের ভালবাসা অর্জন করে নেয় এই প্রতিষ্ঠান। সমাজসেবায় তাদের অসামান্য সব অবদানের জন্য ২০২৩ সালে সরকার তাদের একুশে পদকে ভূষিত করে। এছাড়াও ২০২২ সালে সমাজকল্যান মন্ত্রনালয় কতৃক জাতীয় মানবকল্যান পদক ও ২০২১ সালে বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কতৃক “কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট” পদকে ভূষিত হয় এই স্বেচ্ছাসেবী সংস্থা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পিসিসিপি’র উদ্যােগে আব্দুর রশিদ সরকারের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন

বাঘাইছড়িতে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মদিন পালিত

বাঘাইছড়িতে জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার কৃষি উপকরণ বিতরণ

৫ দিন পর চন্দ্রঘোনা ফেরি চলাচল শুরু

রাঙামাটি সরকারি কলেজে চার দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আরিফুল আমীন খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

রামগড়ে মাছের পোনা ও উপকরণ বিতরণ

জেলা পরিষদ পুনর্গঠনে ৪ উপজেলা প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি

গার্ড অব অনার দেয়া হল বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহকে

চকরিয়ায় দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: