কক্সবাজারের ঈদগাঁওয়ে দারুল ইহসান ইনস্টিটিউটে হিফজ ও কুরআন মজিদের প্রথম ছবক অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর (বুধবার) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে দারুন নেজাত মাদ্রাসার সহযোগী পরিচালক হাফেজ মিজানুর রহমান, শানে ছাহাবা জেলা সাধারণ সম্পাদক শাকের উদ্দিন ইউনুছী, দারুল ইহসান ইনস্টিটিউট পরিচালক মাওলানা নুরুল আলম, ডিসি ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক মো: মোস্তফা ইউনুছ, সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আছআদ ইয়াছিন, মেম্বার জয়নাল আবেদীন, মোহাম্মদ আরিফ ও আবদু শুক্কুর বক্তব্য রাখেন।
শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ নসিহত প্রদানের পর হিফজদের প্রথম ছবক দেন মাওলানা ইমাম জাফর আলম।
এসময় যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, শিক্ষক হাফেজ মাওলানা আরাফাত, মাওলানা ছরওয়ার, মাওলানা মিজবাহ, মাওলানা শাহাদাত, মাওলানা তারেক, হাফেজ রাকিব,শিক্ষক হাসান আবদুল্লাহ ও মাওলানা জাফর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।