শিক্ষকরা হচ্ছেন জাতির বিবেক, একটি আর্দশ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশী। শিক্ষকদের আর্থিকভাবে আরোও স্বাবলম্বী করলে শিক্ষা ব্যবস্থা আরোও প্রসারিত হবে। জাতির চরম অবক্ষয় রোধে যুগে যুগে কালে কালে শিক্ষকরা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে রাঙামাটির কাপ্তাইয়ে শিক্ষক দিবসে বক্তারা একথা বলেন।
শিক্ষক দিবস ২০২২ এর উদযাপন কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে শিক্ষক রাজেশ ভট্টাচার্য এর সঞ্চালনায় এইসময় স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির আহবায়ক ও কর্ণফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, সহকারী কমিশনার (ভুমি) মারজান হোসাইন, কর্ণফুলি সরকারি কলেজ এর উপাধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ, কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর , কর্ণফুলি সরকারি কলেজ এর বাংলা বিভাগের প্রভাষক পলাশ মুৎসুদ্দী, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জামেল হক বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বিএসপিআই এর ইনস্ট্রাকটর ইকবাল হায়দার, তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মোঃ জাফরুল আলম নিজামী, বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ হোসাইন আহমেদ চৌধুরী।
এর আগে দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
এইছাড়া দিবসটি উপলক্ষে শিক্ষকদের নিয়ে রচিত গান ও আবৃত্তি পরিবেশন করেন বেতার শিল্পি শিক্ষক বিপুল বড়ুয়া ও তাঁর দল এবং আবৃত্তি শিল্পী শিক্ষক অ়ভিজিৎ সরকার।
প্রসঙ্গতঃ এই বছর শিক্ষক দিবসের প্রতিপাদ্য হলো ” শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু “।