রাঙামাটির কাপ্তাই উপজেলা কৃষকলীগের উদ্যোগে বুধবার (৩ মে) সকাল ১১ টায় উপজেলার রেশমবাগান তনচংগ্যা পাড়া এলাকায় ধানকাটা উৎসব পালন করা হয়েছে।
এসময় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে ঐ এলাকার ২ একর কৃষকের ব্রিধান -১০০ ( বঙ্গবন্ধু ধান) কেটে কৃষকের ঘরে তুলে দেন কৃষকলীগের নেতাকর্মীরা।
এর আগে রেশম বাগান তনচংগ্যা পাড়া কৃষক মাঠে ধান কাটা উৎসব এর উদ্বোধন করেন রাঙামাটি জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন।
কাপ্তাই উপজেলা কৃষকলীগের সভাপতি মাহাবুব আলম তালুকদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা( জটিল) এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, রাঙামাটি জেলা কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি সান্ত্বনা চাকমা, কাপ্তাই উপজেলা কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দয়ারাম তনচংগ্যা, চন্দ্রঘোনা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মৃনাল তনচংগ্যা।
ধান কাটা উৎসবে কৃষকলীগের কেন্দ্রীয় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের দিক নির্দেশনায় সারাদেশের ন্যায় কাপ্তাই উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা এই ধান কাটা উৎসব পালন করছেন।
এসময় রেশমবাগান তনচংগ্যা পাড়ার কৃষক জগৎ তনচংগ্যা বলেন, এই মুহূর্তে কৃষি শ্রমিকের দাম অনেক বেশী। তাছাড়া প্রচন্ড রৌদ্র তাপে ধান কেটে ঘরে তুলতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আজকে কৃষক লীগের নেতাকর্মীরা আমাদের এলাকার ২ একর ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।