রাঙামাটির নানিয়ারচরে পাহাড়ের অবিসংবাদিত নেতা ও সাবেক সংসদ সদস্য শ্রী মানবেন্দ্র নারায়ন লারমার ৩৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
আজ বৃহস্প্রতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা কৃষি ব্যাংকের মাঠে নানিয়ারচর উপজেলা জেএসএস সংস্কার ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মানবেন্দ্র নারায়ণ লারমা অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শোকপ্রস্তাব পাঠ করা, কালো ব্যাজ ধারণ,শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এতে জনসংহতি সমিতির রাঙামাটি জেলা সহ সভাপতি প্রগতি চাকমা, জনসংহতি সমিতির নানিয়ারচর সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক রুপম দেওয়ান,রাঙামাটি সদর ইউনিট কমিটির অর্থ পরিচালক অবিরাম চাকমা, মহালছড়ি থানা শাখা যুব সমিতির সভাপতি রতন চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিক ইউনিট পরিচালক জ্ঞান চাকমাসহ জেলা ও থানা অর্থ কমিটি, নানিয়ারচর মহিলা সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ ও নানিয়ারচর ইউপিডিএফ (গণতান্ত্রিক) কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জনসংহতি সমিতির নানিয়ারচর থানা সমন্বয়ক রুপম দেওয়ান বলেন, আমরা পাহাড়ি জনগণ মুক্তি চাই। রক্তপাত, হানাহানি ও ভ্রাতৃব্য সংঘাত আর দেখতে চাইনা।
প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, এমএন লারমার আদর্শে উজ্জীবিত হতে হবে। তাহলেই পাহাড় থেকে হিংসা, হানাহানি, রক্তপাত,জুলুম বন্ধ হবে। পার্বত্যাঞ্চল থেকে রক্তপাত বন্ধে ও শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নিতে হবে।