রাঙামাটির কাপ্তাই তথ্য অফিস কর্তৃক গুজব, অপপ্রচার ও উস্কানিমূলক তথ্যের বিরুদ্ধে জনগণকে সচেতনতায় সড়ক প্রচার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ সড়ক প্রচার করা হয়।
কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেন জানান, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে এবং হচ্ছে। তাই গুজব অপপ্রচার ও উস্কানিমূলক তথ্যের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে এবং সঠিক তথ্য প্রচার করতে গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক এই সড়ক প্রচার করা হচ্ছে। এই প্রচারণার লক্ষ্য হলো গুজব ছড়ানোদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জনগণের মধ্যে সঠিক তথ্য পৌঁছানো, যা মানবিকভাবে খারাপ কাজ ও আইনত অপরাধ হিসেবে বিবেচিত হবে।