পার্বত্য চট্টগ্রামের আলোকবর্তিকা, মহৎ শিক্ষাবিদ, ইসলামীক সোসাইটির প্রতিষ্ঠাতা এবং দাওয়াতি আন্দোলনের পথিকৃৎ মারিশ্যা নুর মুহাম্মদ বড় হুজুর কেবলা (রহ.)-এর ২৫তম ওফাত বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে এই মহান দাওয়াতি ব্যক্তিত্বকে, যিনি জীবদ্দশায় ইসলামী শিক্ষা বিস্তার, সমাজ সংস্কার, মানবসেবামূলক কার্যক্রম এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর আধ্যাত্মিক নির্দেশনা, মানবিক ব্যবহার এবং অনন্য জীবনাচরণ আজও অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।
বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান, কবর জিয়ারত এবং বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে। এতে এলাকার আলেম-ওলামা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন। বক্তারা বলেন, বড় হুজুর কেবলা (রহ.) ছিলেন একজন আধ্যাত্মিক শিক্ষক ও আলোকিত চিন্তার দিশারী, যাঁর দিকনির্দেশনা আজও মানবকল্যাণে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার এবং ইসলামী জীবনচর্চার ক্ষেত্রে নুর মুহাম্মদ বড় হুজুর কেবলা (রহ.)-এর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।