রাঙামাটির কাউখালী উপজেলার পোয়াপাড়ায় অবস্থিত ত্রিরত্নাংকুর বন বিহারে ২ দিন ব্যাপী ১০ম কঠিন চীবর দান শুরু হয়েছে। শুক্রবার বিকেলে এ দানের উদ্ভোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট পরিস্কার দান করা হয়। পরে ধর্মসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ত্রিরত্নাংকুর বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ পুষ্য মহাথেরো।
অনুষ্ঠানে প্রধান দায়ক ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ দায়ক ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা, কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যজই মারমা,ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দীন।
এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিরত্নাংকুর বন বিহার পরিচালনা কমিটির সভাপতি স্মৃতি কুসুম চাকমা, সাধারণ সম্পাদক আলো চাকমা,কলমপতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মংমং মারমা, কলমপতি ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, সদস্য মোঃ দেলোয়ার হোসেন শামীম, মাষ্টার আশুতোষ চাকমা সহ উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত বৌদ্ধ ধর্মের শতশত পুন্যার্থী বৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি প্লোটো চাকমা।
পরে আলোচনা সভা শেষে ধর্মীয় দেশনা প্রদান করেন রাঙামাটির কাটাছড়ি রাজবন ভাবনা কেন্দ্র অধ্যক্ষ ভদন্ত ইন্দ্র গুপ্ত মহাথেরো।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একই ভাবনা কেন্দ্রের ভদন্ত আনন্দ মিত্র মহাথেরো, রাঙামাটির রাজবন বিহারের ভদন্ত সুমন মহাথেরো, নানিয়ারচর বেনুবন অরণ্য কুঠিরের ভদন্ত কন্ঠক মহাথেরো।
ধর্মীয় দেশনা প্রদান শেষে ত্রিরত্নাংকুর বন বিহার মাঠে ১০ম দানোত্তম কঠিন চীবরের বেইন বুনুন কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়। ২য় দিন ( শনিবার) ত্রিরত্নাংকুর বন বিহারে চীবর দান ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানায় বিহার কর্তৃপক্ষ।