বর্তমান আওয়ামী লীগ সরকারের সোনার বাংলা বিনির্মানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের মৌলিক অধিকার শিক্ষা প্রদানের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ডিজিটাল সেবার ছোঁয়া পৌঁছে দিতে হবে।
সোমবার(২৭ মার্চ) জুরাছড়ি উপজেলায় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির(পিইডিপি-৪) আওতায় ৩৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা একথা বলেন।
‘মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই স্লোগান নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতর পিইডিপি-৪ এর আওতায় এসব ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলা সম্মেলন কক্ষে ল্যাপটক বিতরনী সভায় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ , জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা উপস্থিত ছিলেন।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, দুমদুম্যা ইউনিয়নের চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনি শংকর চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলম প্রমূখ।