রাঙামাটিতে সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আত্মহত্যা করে মারা গেছেন। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসার মোঃ রফিকুল ইসলাম(৪৮) ওই ব্যাংক ভবনের ৪র্থ তলায় নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ফাঁস খেয়ে আত্মহত্যা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় ব্যাংকের কাজ কার্যক্রম শেষ করে একই ভবনের ৪র্থ তলায় নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে এই অপ্রীতিকর ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত ব্যাংক কর্মকর্তার গ্রামের বাড়ি রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া গ্রামে বলে জানা যায়। নিহত ব্যাংক কর্মকর্তার এক ছেলে এক মেয়ে রয়েছে বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ রফিকুল ইসলাম(৪৮)তার কর্মস্থল প্রিন্সিপাল অফিসের ৪র্থতলায় রোববার বিকালে নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তার মরদেহ উদ্বার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। ময়না তদন্ত শেষ হলে মৃত্যুর কারন হয়তো বা জানা যাবে।