রাঙামাটির কাপ্তাইয়ে “ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক” আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
রবিবার(১৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর ম্যাুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ” কিন্নরী” তে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মফিজুল হক। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আকতার হোসেন, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো.কবির হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী।
এসময় বক্তারা ঐতিহাসিক মুজিব নগর দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ সময় উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং নানা শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।
পরে দোয়া ও মুনাজাত করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ।