রাঙামাটির বাঘাইছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৯নং আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট দিপেন দেওয়ানের সমর্থনে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় ৩৪ নং রূপকারী ইউনিয়নে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
গণসংযোগ কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপির ধানের শীষ প্রতীকটি দেশের গণতন্ত্রের অন্যতম প্রতীক। আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে এই প্রতীককে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে গণতান্ত্রিক চর্চা ব্যাহত ছিল। জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তারা উল্লেখ করেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মসূচিতে সারাদেশের সাধারণ মানুষের সুবিধা, উন্নয়ন এবং মৌলিক অধিকার নিশ্চিতের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
এ সময় নেতারা স্থানীয় জনগণের বিভিন্ন দাবি-দাওয়া পূরণের প্রতিশ্রুতিও প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুস সামাদ। সঞ্চালনা করেন পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দীন বাবু, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চাওয়ার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


















