রাঙামাটিতে বেসরকারি উন্নয়ন সংস্থা সিআইপিডির ২৫ বছর পুর্তির রজত জয়ন্তী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান করেছে সংস্থাটি।
বুধবার সকালে রজতজয়ন্তী উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা পর রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটে মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও কেক কেটে রজত জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।এরপর গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি অংসুইপ্রু চৌধুরী বলেন, পার্বত্য চুক্তির পর পাহাড়ে উন্নয়নের কার্যক্রম শুরু হয়। এ উন্নয়নে অংশীদার হয়ে কাজ করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। এর কারণে পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক ও মানব সম্পদ উন্নয়ন হয়েছে। তিনি আরো বলেন, পাহাড়ে অনেক এনজিও দেখা যায় প্রকল্প ভিত্তিক। প্রকল্প শেষ হলে এদের আর খুঁজে পাওয়া যায় না। সে ক্ষেত্রে সিআইপিডি ব্যতিক্রম। সফতা ও দক্ষতার সাথে এ সংস্থা গৌরব নিয়ে এগিয়ে চলছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সিআইপিডির সভাপতি অর্নব চাকমার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ নিরূপা দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন সিআইপিডির প্রধান নির্বাহী কর্মকর্তা জনলাল চাকমা।
প্রসঙ্গত সিআইপিডি সরকারের পাশাপাশি রাঙামাটি জেলায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্ষুদ্র ঋণ, বন ও পরিবেশ, ক্রীড়া, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘ ২৫ বছর কাজ করে যাচ্ছে।