খাদ্যশস্যর বাজার মূল্যের উর্ধ্বগতির রোধে খাগড়াছড়িতে ওএমএস বা খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা সদরের শালবন এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
খাগড়াছড়ি জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুমাইয়া নাজনীন জানান,‘ চালের বাজার দর স্থিতিশীল রাখতেই ওএমএস কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলা সদরের ৯টি পয়েন্টে ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি করা হচ্ছে। ডিলার প্রতি বরাদ্দ ২ মেট্রিক টন।
একজন ভোক্তা ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবে। টিসিবি কার্ডধারী মাসে দুই বারে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবে। আগামী তিন মাস এ কার্যক্রম চলবে। ’
শালবন ছাড়াও জেলা সদরের স্বনির্ভর ,কলেজ গেইট,মুসলিম পাড়া,পুরাতন জীপ স্টেশন,ভাঙ্গাব্রীজ,মধুপুর বাজার,সবজি বাজার ও পানখাইয়া সড়কে ডিলারের মাধ্যমে ওএমএসে চাল বিক্রি করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার নাঈম নিপু, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,শালবন পৌর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম প্রমুখ।