কাতার বিশ্বকাপ নিশ্চিত করে ফেলায় বাছাইপর্বে ব্রাজিলের বাকি ম্যাচগুলো মূলত নিয়মরক্ষার। চাইলে সেসব ম্যাচে নতুন খেলোয়াড়দের যাচাই করে নেওয়া যায়। তেমন ভাবনা থেকেই হয়ত ব্রাজিলকে নিজেদের খেলোয়াড়দের ছেড়ে দিতে অনুরোধ করেছিল রিয়াল মাদ্রিদ। তাতে বিফল হতে হয়েছে তাদের।
আগামী বৃহস্পতিবার ইকোয়েডর ও ১ ফেব্রুয়ারি প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আছে ব্রাজিলের। ইতোমধ্যে ১৩ ম্যাচে ১১ জয়, দুই ড্রতে ৩৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত হয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
এই দুই ম্যাচের জন্য ব্রাজিল দলে ডাক পেয়েছেন রিয়ালের চার ফুটবলার- কাসেমিরো, এডার মিলিতা, রদ্রিগো, ভিনিসিউর জুনিয়র। এই চারজনকে কোপা দেলরের ম্যাচের জন্য আগেভাগে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিল রিয়াল। তাতে সাড়া দেয়নি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
সিবিএফ পরিচালক জুনিনিহো এর ব্যাখ্যায় বলেছেন, রিয়ালের প্রস্তাবে রাজী হয়ে বাকি ক্লাবগুলোকেও তারা সুযোগ তৈরি করে দিতে চান না, ‘আমরা খেলোয়াড়দের ছাড়ব না। ফিফার আন্তর্জাতিক মেয়াদ ২ ফেব্রুয়ারি পর্যন্ত তাদেরকে আমাদের সঙ্গেই থাকতে হবে।’
‘আমরা এমন কোন দৃষ্টান্ত স্থাপন করতে চাই না যাতে করে অন্য ক্লাবগুলোও আমাদের কাছে এরকম অনুরোধ নিয়ে আসে।’
বিশ্বকাপ সামনে রেখে দলের সমন্বয়ের জন্যও খেলোয়াড়দের দরকার বলেন তিনি, ‘আমরা তো মাত্র কটা দিন পাই। বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সময়টা কাজে লাগাতে হবে।’
করোনা মহামারীর কারণে নানান সময়ে বিশ্বকাপ বাছাইপর্বের কিছু ম্যাচ স্থগিত হয়েছিল। সেই ম্যাচগুলোর জন্য অতিরিক্ত এই উইন্ডো যুক্ত করে ফিফা। এই কারণে ক্লাব ফুটবলের সঙ্গে সূচির সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে। জুনিনহো অবশ্য ক্লাবের বাস্তবতাও অনুধাবন করেছেন, ‘ক্লাবগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক ভাল। মহামারির কারণেই আসলে এমন পরিস্থিতি হয়েছে। তবে আমাদেরও কিছু করার নেই।’