রাঙামাটি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা বলেছেন দলের সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন এই দেশর উন্নয়ন অগ্রযাত্রাকে বাঁধা গ্রস্থ করতে বিএনপি, জামায়াত উঠে পড়ে লেগেছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে যে হারে উন্নয়ন হয়েছে সেটি দেখে অনেকের চোখে ঘুম হারাম হয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ।
শনিবার সকালে রাজস্থলী উপজেলা হলরুমে রাজস্থলী উপজেলার আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বৃষকেতু চাকমা, ত্রিদীপ কান্তি দাশ, মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা,দপ্তর সম্পাদক রফিক আহমদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, মউচিং মারমা (ময়না) উথাইমিন মারমা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা উথিনসিন মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা,বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা প্রমুখ। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক সুইচাপ্রু মারমা, অংসাইনু মারমা, লংবতি ত্রিপুরা,মিঠুল চন্দ্র দে, সাংবাদিক হারাধন কর্মকার,ঘিলাছড়ি ইউনিয়ন সভাপতি মংএতি মারমা,গাইন্দ্যা ইউনিয়ন সভাপতি হাইসিমং মারমা কালা,বাঙ্গালহালিয়া ইউনিয়ন সভাপতি মংউ মারমা, অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ বর্ধিত সভায় রাজস্থলী আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি – সাধারণ সম্পাদক ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি উপস্থিত ছিলেন।