রাঙামাটির বিলাইছড়িতে ১২৫০ জন ভালনারেবল উয়িম্যান ভেনিফিসিয়ারিস্ (VWB) মহিলাদের ৩০ কেজি করে চাউল দেওয়া হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টা হতে দুপুর পর্যন্ত ১নং বিলাইছড়ি ইউনিয়ন ও ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন মহিলাদের পল্টন ঘাট হতে এইসব চাউল বিতরণ করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল), ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ সচিব অনিল কান্তি তঞ্চঙ্গ্যা, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ সচিব শান্তি বরণ চাকমা, ওয়ার্ড মেম্বার জ্যোতিময় চাকমা, মো. ওমর ফারুক (মনি), বাবুলাল তঞ্চঙ্গ্যা, দয়ারঞ্জন চাকমা, সাধন চাকমা প্রমূখ।